Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

মাসিক সভার সিদ্ধান্তসমূহ

:নং আলোচনা সিদ্ধান্ত দায়িত্বপ্রাপ্ত ব্যাক্তি/সংস্থা ০১ সভায় চেয়ারম্যান সাহেব জানান যে, অত্র ইউ/পির গ্রাম পুলিশ ১, ও ৯ নংওয়ার্ডের নয়োগ প্রয়োজন। এ বিষয়ে তিনিপ্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ গ্রহণের জন্য প্রস্তাব করেন। উপস্থিত সকল সদস্যগন বিস্তারিত আলোচনা ক্রমে নিম্ন বর্ণিত প্রকল্পটি সভায় গ্রহণ ও অনুমোদন করেন। সংশ্লিষ্ট ওয়ার্ড সদস্য ও পি.আইও ০২ বিভাগীয় আলোচনা উপ-সহকারীকৃষি কর্মকর্তা জানান যে, সহযোগিতা কামনা করেন । প্রদর্শনীরমাধ্যমে উন্নত কৃষি চাষাবাদ ও অধিক ফলনে বিষয়ে কৃষকদের মাঝে কৃষি চাষাবাদেকৃষি বিভাগ কর্তৃক গৃহীত বিভিন্ন সেবা ও সহযোগিতা নিয়ে কাজ করার জন্যউদ্বুদ্ধ করা হইতেছে । তিনি পোকা মাকড় ও বিভিন্ন কীট পতঙ্গের আক্র মন হতেজমিকে রক্ষা করার জন্য উপস্থিত সকলকে নিজ নিজ জমিতে কুটি প্রদানের জন্যঅনুরোধ জানান ও এবিষয়ে কৃষককে উদ্বুদ্ধ করার জন্য সকলকে আহবান জানান । উপ-সহকারী কৃষি কর্মকর্তাকে সকল ধরনের সহযোগিতার জন্য সিদ্ধান্ত গৃহিত হয় । উপ-সহকারী কৃষি কর্মকর্তা ও সদস্যবৃন্দ ( ইউনিয়ন পরিষদ) । ০৩ প্রানি সম্পদ বিভাগ: কোন আলোচনা নাই । ০৪ এল.জি.ই.ডি কোন আলোচনা নাই। ০৫ স্বাস্থ্য বিভাগ: সভায়উপস্থিত উপ-সহকারী কমিউনিটি স্বাস্থ্য কর্মকর্তা জানান যে, কমিউনিটি স্বাস্থ্য কেন্দ্রটি অত্র এলাকার একমাত্র চিকি সা কেন্দ্র । প্রতিদিনপযার্প্ত সংখ্যক লোক চিকি সার জন্য এখানে আসে । কিন্তু স্বাস্থ্যকেন্দ্রটি সংষ্কারের অভাবে দীর্ঘদিন যাবত বিনষ্ট অবস্থায় আছে । গৃহটিরদরজা জানালা গেঙ্গে গেছে যে কোন সময় স্বাস্থ্য কেন্দ্রের সরকারী সম্পত্তিচুরি হইয়া যাইতে পারে । তিনি স্বাস্থ্য কেন্দ্রের মেরামতের জন্য সভায়প্রস্তাব করেন । এখানে আবাসন ব্যবস্থা না থাকায় কর্মরত ডাক্তারকে মাধবপুরসদর থেকে আসতে হয় তাই আবাসনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য সভায়প্রস্তাব করেন । কমিউনিটি স্বাস্থ্যকেন্দ্রটি মেরামত সহ ডাক্তারের থাকার আবাসনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনেরজণ্য উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে স্বাস্থ্য বিভাগে উক্ত প্রস্তাবপ্রেরেনর জন্য সিদ্ধান্ত গৃহিত হয় । ইউনিয়ন পরিষদ ও উপসহকারী কমিউনিটি স্বাস্থ্য কর্মকর্তা ০৬ পরিবারপরিকল্পনা বিভাগের পরিবার কল্যান পরিদর্শক জানান যে, বিভাগীয় কার্যক্রমস্বাভাবিক ভাবে চলছে । আগামী মাস থেকে বিভাগের কার্যক্রমের প্রতিবেদননিয়মিত ভাবে প্রদান করা হবে । ০৭ জনস্বাস্থ্য:- কোন আলোচনা নাই ।