বয়স্ক ভাতা কারা পাবেন
দেশেরসকল ইউনিয়নের ৬৫ বছর বা তদুর্ধ বয়সী হতদরিদ্রমহিলা বা পুরুষ, যার বার্ষিক গড় আয় অনুর্ধ ৩০০০ (তিন হাজার) টাকা;
শারীরিকভাবে অক্ষম ও কর্মক্ষমতাহীন প্রবীণ পুরুষ ও মহিলাকে সর্বোচ্চ অগ্রাধিকারদেয়া হয়; তালাকপ্রাপ্ত, স্বামী পরিত্যক্ত, বিপতনীক, নিঃসন্তান, পরিবারথেকে বিচ্ছিন্ন প্রবীণ পুরুষ ও নারীদের অগ্রাধিকার দেয়া হয়; যে সকলপ্রবীণ ব্যক্তির আয়কৃত অর্থের সম্পুর্ন অর্ত খাদ্য বাবদ ব্যয় হয় এবংস্বাস্থ্য, চিকিৎসা, বাসস্থান ও অন্যান্য খাতে ব্যয় করার জন্য কোন অর্থঅবশিষ্ট থাকে না; ভুমিহীন বয়সক্ ব্যক্তি।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস